ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

প্রকাশিত: ২৩:২৭, ৩০ অক্টোবর ২০২০

ভিয়েনায় কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ভিয়েনা ওপেনে টানা দুই জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ। শেষ ষোলোর ম্যাচে বুধবার সার্বিয়ান তারকা ৭-৬ (১৩/১১) এবং ৬-৩ ব্যবধানে পরাজিত করেন ক্রোয়েশিয়ার বোর্না কোরিচকে। সেইসঙ্গে ভিয়েনা ওপেনের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন তিনি। শুধু তাই নয়, এই জয়ের ফলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করাটাও নিশ্চিত করলেন ৩৩ বছর বয়সী নোভাক জোকোভিচ। এর ফলে পিট সাম্প্রাসের রেকর্ডে ভাগ বসিয়েছেন নোভাক জোকোভিচ। শৈশবের আইডল পিট সাম্প্রাস ছয়বার শীর্ষে থেকে মৌসুম শেষ করার কীর্তি গড়েছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ছয় মৌসুম শীর্ষে থেকে মৌসুম শেষ করেছিলেন সাম্প্রাস। আর জোকোভিচ ইতোমধ্যেই পাঁচবার এই কীর্তি গড়েছেন। ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ এবং ২০১৮ সালে শীর্ষে থেকে মৌসুম শেষ করেছিলেন তিনি। এবার পিট সাম্প্রাসের সমান রেকর্ড সর্বোচ্চ ছয়বার শীর্ষে থেকে মৌসুম শেষ করতে চলেছেন জোকোভিচ। অবিস্মরণীয় এই কীর্তি গড়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সার্বিয়ান তারকা বলেন, ‘শৈশবে সাম্প্রাস আমার আইডলদের একজন ছিলেন। তার রেকর্ডে ভাগ বসাতে আসি অবশ্যই এক নাম্বারে থেকে মৌসুম শেষ করতে চাই। আর তার রেকর্ডে ভাগ বসাতে পারাটা বিশ্ব ক্রীড়ার কঠিনতম অর্জনগুলোর একটি হবে।’ বিশ্ব টেনিসে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন তিন তারকা। তারা হলেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন এই তিনজনের একজন। নোভাক জোকোভিচকে পরাজিত করে ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের মালিক হয়েছেন রাফায়েল নাদাল। সেইসঙ্গে সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই স্প্যানিয়ার্ড। অন্যদিকে মেজর শিরোপা জয়ের তালিকায় তিন নম্বরে থাকা নোভাক জোকোভিচের গ্র্যান্ডস্লাম সংখ্যা ১৮। তথাপি রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের চেয়ে নোভাক জোকোভিচকেই শক্তিশালী হিসেবে বিবেচনা করছেন ফ্রান্সের টেনিস তারকা জিলেস সাইমন। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ ১০ নম্বরে থাকা এই ফ্রেঞ্চম্যান বলেন, ‘রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার দু’জনেই অসাধারণ মাপের খেলোয়াড়। কিন্তু নোভাক জোকোভিচ তাদের চেয়ে একটু হলেও বেশি ভাল। আমার কাছে নোভাক জোকোভিচকেই শক্তিশালী মনে হয়। অন্য দুইজনের চেয়ে সে বেশি শক্তিশালী। আমার কাছে সে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। তুলনামূলকভাবে অন্য অনেকের চেয়েও সে খুব কম দুর্বল। তাছাড়া তাকে হারানোটাও খুব কঠিন।’ জিলেস সাইমন এ সময় আরও বলেন, ‘রাফায়েল নাদালও অনেক বেশি শক্তিশালী। তাকে হারানোটাও খুব কঠিন। তবে আমি মনে করি সে ক্লে-কোর্টে অনেক বেশি শক্তিশালী। এই কোর্টে তাকে হারানোটা যে কারও জন্যই অনেক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে রোঁলা গ্যাঁরোয় তাকে হারানোটা অসম্ভব ব্যাপার। সম্প্রতি সে এখানে (ফ্রেঞ্চ ওপেনে) যা করেছে তা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। ফেদেরারের বেলাতেও একই কথা বলা যায়। তার বিপক্ষে খেলাটা যে কারও জন্য চাপ। কিন্তু তার খেলা দেখাটা সত্যিই অনেক আনন্দের।’
×