ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অপহরণের ২৩ দিন পর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার

প্রকাশিত: ২৩:১৭, ৩০ অক্টোবর ২০২০

অপহরণের ২৩ দিন পর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৯ অক্টোবর ॥ নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা থেকে ৫ম শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে অপহরণের ২৩ দিন পর উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার রাতে আসামি মোঃ সুমনের বাড়ি থেকে ভিকটিম ছাত্রীকে উদ্ধার করা হয়। ভিকটিম স্থানীয় দারুল মাওয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে আদালতে ভিকটিম ২২ ধারা মতে জবানবন্দী দেয়। ভিকটিমের পিতা মোঃ হোসেন আলী নোয়াখালী নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ২ এ বাদী হয়ে সুমনসহ পাঁচজনকে আসামি করে অপহরণের মামলা করে। আদালতের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ২৩ দিন পর ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমের পিতা জানান, ঘটনার দিন অর্থাৎ চলতি মাসের ৫ অক্টোবর ভিকটিম বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে বখাটে সুমন, নেছার ও রুবেলের নেতৃত্বে ৫ জন ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয় মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ভিকটিমের পিতা আদালতে মামলা করলে অবশেষে ২৩দিন পর ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতার করতে পারেনি। সন্ধ্যা ৭টায় নোয়াখালী জেলা ডিবি পুলিশ জানায়, পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
×