ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২৩:১৬, ৩০ অক্টোবর ২০২০

বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরজিনা বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহ¯পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আরজিনা ওই গ্রামের করিম উদ্দিনের স্ত্রী। নড়াইলে শিশু নির্যাতন মামলায় দুই নিরাপত্তা কর্মী জেলে নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৯ অক্টোবর ॥ নড়াইলের একটি মামলায় বাগেরহাট শিশু নিরাপদ আবাসন কেন্দ্রের দুই নিরাপত্তা কর্মীকে শিশু নির্যাতন করার অভিযোগে জেলহাজতে প্রেরণ করেছে নড়াইলের লোহাগড়া আমলি আদালতের বিচারক। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন বিচারক মোঃ মোরশেদুল আলম। এ মামলার অপর আসামি বাগেরহাট শিশু নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অনিমা বাছারকে আগামী কুড়ি কার্যদিবসের মধ্যে শিশু আদালতে হাজির হওয়ার শর্তে জামিন প্রদান করেছে আদালত। নড়াইলের লোহাগড়া আমলি আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, ০৭/২০২০ মামলার ভিকটিম ফারিয়া জামান বিথিকে শিশু আদালত তার নিরাপত্তার জন্য বাগেরহাটের শিশু নিরাপদ আবাসন কেন্দ্রে প্রেরণ করে। নিরাপদ আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ দুই নিরাপত্তা কর্মী আনসার সদস্য জান্নাতুল ফেরদাউস ও সোমা খাতুন তার ওপর শারীরিকভাবে নির্যাতন করে। যা পরবর্তীতে ভিকটিম বিথি শিশু আদালতকে জানায়।
×