ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্শাল দ্বীপে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ২২:৫৮, ৩০ অক্টোবর ২০২০

মার্শাল দ্বীপে প্রথম করোনা রোগী শনাক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রশান্ত মহাসাগরের দুর্গম মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দ্বিতীয়বারের মতো ফ্রান্সজুড়ে লকডাউন জারি। জার্মানিতেও ফের লকডাউন শুরু নবেম্বরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে শনাক্ত রোগী ৫ লাখ ছাড়িয়েছে। এছাড়া ৮০ শতাংশ করোনা রোগীর ভিটামিন ডির ঘাটতি পেয়েছেন স্পেনের গবেষকরা। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। সারাবিশে^ বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫২ লাখ ১১ হাজার ১১১ জন। মারা গেছেন ১১ লাখ ৮৪ হাজার ৯৭ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৯৯ হাজার ১৭৫ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক কোটি ৯ লাখ ৩৩ হাজার ৯৮২ জন। যাদের মধ্যে ৮১ হাজার ৭৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় বিশে^র পাঁচ লাখ সাত হাজার ৫৩৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যা একদিনে আক্রান্তের দিক থেকে বিশ^ রেকর্ড। নতুন করে সাত হাজার ১১৬ জন মারা গেছেন। এদিকে বিশ্বের যে অল্প কয়েকটি জায়গা এতদিন কোভিড-১৯ সংক্রমণ মুক্ত ছিল তার মধ্যে অন্যতম মার্শাল দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো দুই জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। মার্শাল দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দুই কর্মীর দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে দ্বীপপুঞ্জটির সরকার। মঙ্গলবার হাওয়াই থেকে যাওয়ার পর তাদের দেহে করোনা শনাক্ত হয়। ওই দুইজন একটি সামরিক বিমানে প্রশান্ত মহাসাগরের ওই দুর্গম দ্বীপপুঞ্জটিতে যান। দ্বীপে নামার পর থেকে তারা আইসোলেশনে আছেন। করোনা থেকে মুক্ত থাকতে মার্চেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল মার্শাল দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ৩৫ বছর বয়সী একজন নারী ও ৪৬ বছর বয়সী একজন পুরুষের করোনা শনাক্ত হয়েছে। তারা দুজনেই বাইরে থেকে সেখানে গেছেন। অবতরণের পর থেকেই তারা আইসোলেশনে থাকায় স্থানীয়ভাবে সংক্রমণের ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেছে তারা। আইসোলেশনে থাকাকালে তাদের কাছ থেকে স্থানীয় কারও মধ্যে যেন ভাইরাসটি না ছড়ায় তা নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা মহামারীর সঙ্গে পেরে উঠবে না বুঝতে পারার কারণে চলতি বছরের প্রথমদিকেই বিশ্বের বেশিরভাগ দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল। জার্মানিতে ফের লকডাউন ॥ করোনা সঙ্কট মোকাবেলায় জার্মানিতে আবারও লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় নতুন করে সীমিত আকারে লকডাউনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল জানিয়েছেন, ২ নবেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের নতুন এই লকডাউন। জার্মানিতে নবেম্বরে লকডাউন হবে। তবে এই লকডাউনে স্কুল ও দোকান উন্মুক্ত থাকবে। এক সপ্তাহে ৫ লাখ মার্কিনী আক্রান্ত ॥ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবার এক সপ্তাহেই ৫ লাখের বেশি রোগী শনাক্তের নতুন রেকর্ড গড়েছে। ট্রাম্প প্রশাসন মহামারী শেষ করে আনার দাবি করে আসার মধ্যেই গত সপ্তাহে সংক্রমণ ৫ লাখ পেরিয়েছে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭১ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। তার আগের দুই সপ্তাহের তুলনায় যা ৪০ শতাংশ বেশি। ভাইরাসের সংস্পর্শে এক লাখ মানুষ ॥ ইংল্যান্ডে প্রতিদিনই প্রায় এক লাখ মানুষ করোনার সংস্পর্শে আসছে বলে এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ওই গবেষণা বলছে, কোভিড-১৯ মহামারীর গতি ত্বরান্বিত হচ্ছে এবং এখন প্রতি ৯ দিনেই আনুমানিক দ্বিগুণ সংখ্যক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমিত হচ্ছে। ভিটামিন ডির ঘাটতি ॥ স্পেনের একটি হাসপাতালে দুই শতাধিক রোগীর দেহে ভিটামিন ডির ঘাটতি পাওয়া গেছে। বিজ্ঞানীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড্রোক্রিনোলজি এ্যান্ড মেটাবোলিজমে ওই গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে। গবেষকরা এখনই জোর দিয়ে বলতে পারছেন না যে, ভিটামিন ডির ঘাটতির সঙ্গে করোনার কোনরকম সম্পর্ক আছে কিনা।
×