ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান আজ বসানো সম্ভব নাও হতে পারে

প্রকাশিত: ২২:৪৮, ৩০ অক্টোবর ২০২০

পদ্মা সেতুর ৩৫তম স্প্যান আজ বসানো সম্ভব নাও হতে পারে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ অক্টোবর ॥ শুক্রবার (৩০ অক্টোবর) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিয়ার পিলারের ওপর ৩৫তম স্প্যান ২-বি বসানোর পূর্ব সিদ্ধান্ত থাকলেও নাব্য সঙ্কটের কারণে তা হয় তো সম্ভব নাও হতে পারে। তবে নাব্য সঙ্কট নিরসন হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার (৩১ অক্টোবর) বা রবিবার (১ নবেম্বর) বসতে পারে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিয়ার পিলারের ওপর সফলভাবে স্প্যান ২-বি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর সোয়া ৫ কিলোমিটার। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর প্রকৌশল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ৩৫তম স্প্যান বসানো গেলে বাকি থাকবে ৬টি স্প্যান। ৩৪তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসতে যাচ্ছে স্প্যান ২-বি। চলতি মাসে তিনটি স্প্যান বসানো হয়েছে। এটি নিয়ে সংখ্যা দাঁড়াবে চারটি। তবে প্রাকৃতিক কারণ বাধা হয়ে দাঁড়ালে সিডিউল পরিবর্তন হতে পারে। ওই দুই পিলারের কাছে নাব্য সঙ্কট দেখা দেয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন প্রকৌশলীরা। পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) ৩৫তম স্প্যান বসানোর কথা ছিল। সম্প্রতি পদ্মায় পানি কমে পলি জমে যাওয়ায় দেখা দেয় নাব্য সঙ্কট। অথচ, কয়েকদিন আগেও ৮ ও ৯ নম্বর পিলারের কাছে পানির গভীরতা ছিল প্রায় ৭০ ফুট। বর্তমানে পানি আছে প্রায় ৭ ফুট। এমন পরিস্থিতি থাকলে ভাসমান ক্রেনটি স্প্যান বহন করে নিয়ে যেতে পারবে না। এজন্য সেখানে ড্রেজিং কার্যক্রম চলছে। ড্রেজিং শেষে পর্যাপ্ত গভীরতা আসলে স্প্যান রওনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের সাংবাদিকদের জানান, যেখানে স্প্যান বসবে সেখানে নাব্য সঙ্কট। এজন্য ড্রেজিং চলছে। এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে নাব্য সঙ্কট নিরসন হলে ৩১ অক্টোবর ও ১ নবেম্বরের মধ্যে বসিয়ে দেয়ার পরিকল্পনা আছে। পদ্মা সেতুর প্রধান প্রকৌশলী জানান, সেতুর ৮ ও ৯ নম্বর পিলারের অবস্থান লৌহজং উপজেলার পদ্মা নদীতে। মূল নদীতে স্প্যান বসানোর জন্য খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি বহন করে নিয়ে যাবে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। এখনও স্প্যান রওনা দেয়ার কোন সময় নির্ধারণ করেনি সেতু কর্তৃপক্ষ। কেননা স্প্যান রওনা দেয়ার জন পদ্মা নদীর অনুকূল পরিস্থিতি থাকা জরুরী। শুক্রবার (৩০ অক্টোবর) অথবা শনিবার (৩১ অক্টোবর) যে কোন দিন স্প্যান বহন করে নিয়ে যাওয়া হবে। পিলারের ওপর স্প্যান বসানোর জন্য দুই দিন সময় নেয়া হয়ে থাকে।
×