ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আলুর আড়ত বন্ধ

প্রকাশিত: ২২:৪৬, ৩০ অক্টোবর ২০২০

চট্টগ্রামে আলুর আড়ত বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকার নির্ধারিত দামে বেপারিরা আলু সরবরাহ না করায় বিক্রি বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারের আলুর আড়তগুলো। বৃহস্পতিবার সকাল থেকেই এ অবস্থা, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। ব্যবসায়ীরা বলছেন, তাদের কিছুই করার নেই। কারণ মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন হিমাগার থেকে আলু আসছে না। চট্টগ্রাম মহানগরীর রেয়াজুদ্দিন বাজারে রয়েছে জেলার বড় আড়তগুলো। আলুসহ সব ধরনের তরকারি সরবরাহ হয়ে থাকে এখান থেকেই। গত ২৭ অক্টোবর আড়তে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দর বেঁধে দেয়া প্রতিকেজি ৩০ টাকার আলু পাইকারিতে ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হওয়ায় ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে ইতিবাচক প্রভাব না পড়ে হয়েছে উল্টো। ব্যবসায়ীদের অভিযোগ, অভিযান যেখানে পরিচালনা করা প্রয়োজন সেখানে না করে চালিয়েছে আড়তে। আলু আসে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন হিমাগার থেকে। সেখান থেকে আলু কিনতে হচ্ছে প্রতিকেজি ৩৬ থেকে ৩৮ টাকায়। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে হলে ৩০ টাকার কমে তা পেতে হবে। তারা বলেন, যে দরে আলু বিক্রির নির্দেশনা সে দরে বেপারিরা আমাদের আলু দিচ্ছে না। আলু না পাওয়ায় আমরা নিজেরাই সঙ্কটে পড়ে গেছি। মূল উৎস থেকে ৩০ টাকার নিচে আলু পাওয়ার নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের প্রতি দাবি জানান। এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে যদি সকলেই আলু বিক্রি করেন তাহলে সমস্যা হয় না। কেউ মানছে, কেউ মানছে না। কিছু ব্যবসায়ী যদি নির্দেশনা মেনে ৩০ টাকায় আলু বিক্রি করেন তাহলে বেপারিরা তাদের আর আলু দিতে চান না। সকল আড়তে সরকারী আইন কার্যকরের দাবি ব্যবসায়ীদের।
×