ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২২:৪৫, ৩০ অক্টোবর ২০২০

উবাচ

টেমস টু গুলশান স্টাফ রিপোর্টার ॥ বিএনপির বুদ্ধি পরামর্শ আসে লন্ডন থেকে। আর আন্দোলনের অধিকাংশই গুলশানে বিএনপির কার্যালয়ে এসে থেমে যায়। সংবাদ সম্মেলন আর মানববন্ধন ছাড়া বিএনপিকে আর বিশেষ কোন কর্মসূচীতে দেখা যায় না। কিন্তু এরপরও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের উত্তাল ঢেউ নাকি রাজপথে উঠবে। বিএনপির আন্দোলনের হুমকির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনের ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়। তাহলে বিএনপি অর্থ কি টেমস টু গুলশান। কেবল আমাদেরকে চায়! স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়; বরং জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে। দল শক্তিশালী করতে পারলে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারব। বর্তমান দেশে সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশের মানুষ চায় জাতীয় পার্টি ক্ষমতায় আসুক। কোন রকম জনমত জরিপ ছাড়াই মরহুম রাষ্ট্রপতি এইচএম এরশাদও বলতেন তারা ক্ষমতা থেকে বেশি দূরে নয়। যে কোন মুহূর্তে ক্ষমতায় চলে আসবেন। এখন জিএম কাদেরও একই ধরনের কথা বলছেন। কিন্তু এই বক্তব্যর ভিত্তি কি? তা অবশ্য কেউ বলছেন না। জিএম কাদের বলেন, কোন দলাদলি করে প্রতিপক্ষকে সুযোগ করে দেয়া যাবে না। দলের ভেতর নানা মত থাকতে পারে; তা দলের ভেতর ঘরে বসেই ঠিক করতে হবে। এ নিয়ে বাইরে রাজনীতি করা যাবে না। অটোপাস পছন্দ না? স্টাফ রিপোর্টার ॥ বিশ্বে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিশ্বের অধিকাংশ মানুষ মনে করেন এক বছর না পড়লে কিছু হবে না। কিন্তু বেঁচে থাকাটা জরুরী। সেই ধারাবাহিকতায় দেশের উচ্চ মাধ্যমিকে সকলকে উত্তীর্র্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই মানতে পারছে না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, করোনার অজুহাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ‘অটো পাসের’ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গার্মেন্টস চলছে, অফিস আদালত চলছে দেখে বোঝার কোন কায়দা নেই এখানে করোনার প্রভাব আছে। তাই স্কুল-কলেজ বন্ধ রাখার সুযোগ কোনভাবেই নেই। এটা আমার জাতিকে ধ্বংস করে দেয়ার একটা অজুহাত। এই সরকার ‘অটো পাসের’ সরকার। যাদের অটোপাস দেয়া হচ্ছে তারা কি সারা জীবনে কোন পরীক্ষায় পাস করেননি? অষ্টম এবং মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার ফলের গড় করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি কি খুব দোষের। শুধু জাফরুল্লাহই নন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একই সঙ্গে চলতি বছর সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নিতে বলেছেন। কেন এই আবদার। তাদের কি এখন করোনার স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীর লাশ দরকার।
×