ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ফ্রান্সে গির্জায় ছুরি হামলা, নিহত ৩

প্রকাশিত: ২২:৪৪, ৩০ অক্টোবর ২০২০

এবার ফ্রান্সে গির্জায় ছুরি হামলা, নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ মাত্র ১২ দিনের ব্যবধানে এবার ফ্রান্সের নিস শহরের এক গির্জায় হামলা চালিয়ে এক নারীসহ তিনজনকে হত্যা করেছে হামলাকারী। ছুরি দিয়ে ওই নারীকে শিরñেদ করে বলে জানিয়েছে পুলিশ। শহরের মেয়র এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন। খবর রয়টার্স ও বিবিসির। নিসের মেয়র খ্রিশ্চিয়ান এস্ত্রোসি টুইট বার্তায় জানিয়েছেন, ‘শহরের নটর-ডাম গির্জার ভেতরে অথবা কাছে ছুরি হামলার ঘটনাটি ঘটেছে, আর পুলিশ হামলাকারীকে আটক করেছে। হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল। গির্জার ভেতরে নিহতদের মধ্যে একজনকে গির্জারটির ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে বলেও জানান তিনি। এস্ত্রোসি জানান, হামলাকারীকে আটক করার পরও সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে যাচ্ছিল। তিনি বলেন, আটক করার সময় হামলাকারীকে গুলি করে পুলিশ। আহত হলেও সে বেঁচে আছে এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। মেয়র বলেন, অনেক হয়েছে। আমাদের অঞ্চল থেকে ইসলামি-ফ্যাসিবাদ মুছে ফেলার জন্য এবার শান্তির আইন থেকে ফ্রান্সের সরে আসার সময় হয়েছে।’ চলতি মাসের প্রথমদিকে প্যারিসের শহরতলীতে প্রকাশ্য দিবালোকে এক শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার সঙ্গে ‘কোন সন্দেহ ছাড়াই’ এ ঘটনার ধরন মিলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দফতর জানিয়েছে, তারা হামলার ঘটনাটি তদন্ত করার নির্দেশ পেয়েছে। এর আগে ১৬ অক্টোবর প্যারিসের শহরতলীতে ৪৭ বছর বয়সী স্কুল শিক্ষক স্যামুয়েল পেটিকে শিরñেদ করে হত্যার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের দেশটিতে ছুরি হামলায় শিরñেদের ঘটনা ঘটল। পেটিকে হত্যার পর তার ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁর ওই বিবৃতির নিন্দা করেছে সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ। এই নিয়ে কয়েকদিন ধরে ইউরোপের দেশগুলোর সঙ্গে মুসলিম প্রধান দেশগুলোর দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছিল।
×