ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সূচকের উত্থানেই শেষ হলো শেয়ারবাজারের লেনদেন

প্রকাশিত: ২১:০৫, ৩০ অক্টোবর ২০২০

সূচকের উত্থানেই শেষ হলো শেয়ারবাজারের লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গত কয়েকদিনের মধ্যে প্রথমবারের মতো তালিকাভুক্ত বীমা কোম্পানির বাইরে জুন ক্লোজিংয়ের কোম্পানির প্রতি আগ্রহ বেড়েছে। সারাদিনে ডিএসইতে বীমা কোম্পানির লেনদেনের প্রাধান্য থাকলেও দর কমেছে। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুন ক্লোজিংয়ের কোম্পানিগুলোর বেশিরভাগেরই লভ্যাংশ ঘোষণা করা হয়ে গেছে। বেশিরভাগ কোম্পানির লভ্যাংশ কমে যাওয়ার পরও প্রথম প্রান্তিকের প্রতিবেদন ইতিবাচক আসায় নতুন করে ক্রেতা বাড়ছে। ফলে বীমার বাইরে কিছু কোম্পানিতে আগ্রহ বেড়েছে। জানা গেছে, দিন শেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৯৬৩ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার টাকা। আগের কার্যদিবস ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১২ কোটি ৩ লাখ ২ হাজার টাকা। সে হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকা। ডিএসইতে খাতওয়ারি লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, বীমা খাতের চারটি ছাড়া বাকি সবগুলোর দর কমেছে। বিবিধ খাতের তিনটি ছাড়া বাকি ১০টির দর বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতের ৩২টি কোম্পানির মধ্যে ১৩টির দর বেড়েছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতের চারটি ছাড়া ১৩টির দর বেড়েছে। আর্থিক খাতের মোট ৯টির দর বেড়েছে। আইটি খাতের দশটির মধ্যে ৬টির দর বেড়েছে। অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার টাকা।
×