ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

প্রকাশিত: ২১:০২, ২৯ অক্টোবর ২০২০

শায়েস্তাগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। এর আগে দুপুরে উপজেলার নছরতপুর গ্রামের মোঃ সফিক মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী এ বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম জানান, উপজেলার নছরতপুর গ্রামের আব্দুল হাইর পুত্র খোকন মিয়ার সাথে একই গ্রামের মোঃ সফিক মিয়ার স্কুল পড়–য়া অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিয়ে হচ্ছে খবর আসে। এ সংবাদ পেয়ে সরেজমিন গিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক কন্যার বাবা সফিক মিয়া মুচলেকা দিয়ে জেল জরিমানা থেকে রক্ষা পান। এছাড়া সফিক মিয়া অঙ্গিকার করেন মেয়ের প্রাপ্ত বয়স হলে বিয়ে দিবেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম জানান, ছেলেদের ক্ষেত্রে ২১ বছর ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর না হলে বিয়ে দেয়া আইনগত অপরাধ। এখানে আইন অমান্য করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সফিক মিয়া। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদ্দাম হোসেন ও শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিল।
×