ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২০:৫৭, ৩০ অক্টোবর ২০২০

গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর চরবিশ্বাস এলাকায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সঙ্গে আন্তঃজেলা সীমানা নির্ধারণ, সীমান্তে ভূমিদস্যুদের সন্ত্রাসী হামলা বন্ধ, নিহত কৃষক আবুল কাশেম মৃধা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে গলাচিপায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গলাচিপা সরকারী ডিগ্রী কলেজ থেকে চরকাজল ও চরবিশ্বাস এলাকার কয়েকশ’ ভূমিহীন কৃষকসহ বিভিন্ন স্তরের নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে চরবিশ^াস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, শিক্ষক আবু বকর হাওলাদার, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান সিকদার, সমাজসেবক বাকের বিশ^াস, মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, আওয়ামী লীগ নেতা সরদার মুঃ শাহ আলম, মাইনুল ইসলাম রনো, মামুন আজাদ প্রমুখ।
×