ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ২০:৫৬, ৩০ অক্টোবর ২০২০

না’গঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বন্দরের কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতরা পোশাকভর্তি কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। বুধবার রাত সোয়া ১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন (৩০), মোঃ রাজু (২৪) ও মোঃ মিজানুর রহমান (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১টি পিস্তল, ২ রাউন্ড সিসা কার্তুজসহ দেশীয় তৈরি ১টি পাইপগান, ১টি ছোরা, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়। কুমিল্লায় ৩ ডাকাত নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, আন্তঃজেলা সংঘবদ্ধ গরু ডাকাত চক্রের মূল মোহাম্মদ আলীসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। এ সময় তিনি জানান, গত ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানার ঘিলাতলী গ্রামের মনিরুল ইসলামের চৌধুরীর ডেইরি ফার্ম থেকে এই সংঘবদ্ধ ডাকাত দল ১৬টি গরু নিয়ে যায়। পুলিশ বুধবার বিকেলে গরু ডাকাতদের আটক করতে সক্ষম হয়। আটক গরু ডাকাত চক্রের হোতা মোহাম্মদ আলীর (৪০) বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। সে দেবিদ্বার উপজেলার চুলাশ গ্রামের হানিফ মিয়ার ছেলে। তার সহযোগী অপর দুই সদস্য কুমিল্লা নগরীর চর্থা এলাকার রুপা মিয়ার ছেলে মোঃ সহিদ মিয়া (৩৫) ও মাসুম মিয়া (৩৮)। ডাকাত চক্রের সহযোগী সহিদ ও মাসুম পেশায় মাংশ বিক্রেতা (কশাই)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক।
×