ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘাঘট লেক উন্নয়ন কাজ অর্থাভাবে স্থগিত

প্রকাশিত: ২০:৪৮, ৩০ অক্টোবর ২০২০

ঘাঘট লেক উন্নয়ন কাজ অর্থাভাবে স্থগিত

আবু জাফর সাবু, গাইবান্ধা ॥ জেলা শহরে পরিবেশ উন্নয়ন ও বিনোদন কেন্দ্র গড়ে তুলতে শহরের বুকচিরে প্রবাহিত পুরনো ঘাঘট নদীর লেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ঘাঘট লেক সংলগ্ন এলাকায় একটি শিশুপার্ক, সড়ক, নদীর দু’পাড়ে পানি নিষ্কাশনের দুটি ড্রেন নির্মাণ এবং ড্রেনের ওপর ওয়ার্কওয়ে নির্মাণ, লেকের দু’পাশে নান্দনিক বাগান সৃজন, উন্নত প্রযুক্তির আলোকসজ্জাকরণ, লেকের দু’পাশেই বসার বেঞ্চ নির্মাণ করা এবং লেকের পানি সবসময় বিশুদ্ধ রাখার জন্য একটি পানি শোধনাগার নির্মাণ করা হবে। সম্প্রসারিত এই প্রকল্পের অতিরিক্ত অর্থ বরাদ্দ না করায় ঘাঘট লেক প্রকল্পটির বাস্তবায়ন কাজ এখন স্থগিত। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একটি প্রকল্পের আওতায় ২০১৭ সালে এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হয়। এজন্য ব্যয় বরাদ্দ করা হয় ১৬ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পের আওতায় লেকটির ভাঙ্গনরোধ কল্পে দু’পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ, ব্রিজ ও শ্মশানঘাটে ৫৪ ও ৪৫ মিটার দীর্ঘ দুটি আরসিসি ব্রিজ নির্মাণ এবং শহরের ডেভিড কোম্পানিপাড়া-ব্রিজ রোড এসিল্যান্ড অফিস সংলগ্ন এ্যাকোয়াস্টেটপাড়া ও শ্মশানঘাটে বসার দুটি পাকা বেঞ্চ ও নদীর তলদেশে প্রশস্ত সিঁড়িসহ চারটি ঘাট নির্মাণ ও ঘাটগুলোতে উন্নতমানের নান্দনিক আলোকসজ্জার ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, চারটি ঘাট নির্মাণের কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে। তবে ব্রিজ দুটি নির্মাণের কাজ এখনও অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। তদুপরি লেকের দেয়াল নির্মাণের কাজ এ পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র শতকরা ২২ ভাগ। এছাড়া ঘাটসংলগ্ন সড়ক উন্নয়ন ও আলোকসজ্জার কাজ শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
×