ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ১৮ ফার্মেসিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২০:২৬, ২৯ অক্টোবর ২০২০

সিদ্ধিরগঞ্জে ১৮ ফার্মেসিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করে তা প্রকাশ্যে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত শিমরাইল মোড়ের (চিটাগাংরোড) ৪টি মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্টেট উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে ভ্রাম্যমান এ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন- ওষধ প্রশাসন অধিদফতর, ঢাকার উপ-পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানসহ র‌্যাব ও পুলিশের সদস্যরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা জানান, লাইসেন্স, ফার্মাসিস্ট সনদপত্র না থাকায়, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার আপরাধে ১৮টি ফার্মেসিকে মোট ৩ লাখ ৫৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ৩ লাখ টাকা মূল্যোর অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। তিনি আরো জানান, অভিযানের টের পেয়ে অনেক ্ওষুধের দোকান বন্ধ করে মালিকরা চলে যায়। তাই সব দোকানে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
×