ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাইনাস টু থেকে প্লাস থার্টি ফাইভ মানিয়ে নেবেন তারিক কাজী

প্রকাশিত: ১৯:০৭, ২৯ অক্টোবর ২০২০

মাইনাস টু থেকে প্লাস থার্টি ফাইভ মানিয়ে নেবেন তারিক কাজী

স্পোর্টস রিপোর্টার ॥ প্রবাসী ফুটবলার ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী গত ২৭ অক্টোবর সকালে ঢাকায় ফিরেছিলেন। কোয়ারেন্টাইন শেষ করে বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলন মাঠে গেলেও হাল্কা অনুশীলন করেন। দলের বাকি সতীর্থরা তাকে স্বাগত জানান। নেপালের বিরুদ্ধে আগামী ১৩ ও ১৭ নবেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য যে ৩৬ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে, তাতে আছেন তারিক। গত মৌসুম বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতালেও এখনও জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি তার। সেই স্বপ্ন নিয়েই এবার আশায় বুক বেঁধেছেন তিনি। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্র্যাকটিস সেশনের পর গণমাধ্যমের মুখোমুখি হন তারিক। ফিনল্যান্ডে এখন বরফ পড়ছে। আর বাংলাদেশের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদেশের আবহাওয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন তারিক? ফিনল্যান্ডে এখন তামপমাত্রা মাইনাস দুই ডিগ্রি, আর ঢাকায় এসে দেখি সেটা প্লাস ৩৫ ডিগ্রি। স্বভাবতই দুই ধরনের তাপমাত্রার মধ্যে আকাশ-পাতাল তফাত। তবে আশা করি খুব দ্রুতই এদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো। তারিকের আশাবাদ। অবশ্য এর আগেই ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ করোনা ভাইরাসের জন্য পেছানো না হলে বাংলাদেশের পক্ষে আরও আগেই অভিষিক্ত হতে পারতেন তারিক। কেননা সেই উদ্দেশ্যে গঠিত ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের মধ্যে ১৯ বছর বয়সী তারিকও ছিলেন।
×