ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৬:২৬, ২৯ অক্টোবর ২০২০

খুলনায় হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার বটিয়াঘাটায় ভ্যান চালক রাশেদুল ইসলাম গাজী হত্যা মামলায় পৃথক দুটি ধারায় তিন আসামির মৃত্যুা দণ্ডাদেশ, ৭ বছরের সশ্রম কারাদণ্ডা ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন। মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি হচ্ছে মোঃ রবিউল ইসলাম, বনি আমিন ও মোঃ শহীদুল। আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট মো: এনামুল হক জানান, হত্যার দায়ে ৩ আসামির মুত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং লাশ গুমের চেষ্টায় প্রত্যেক আসামির ৭ বছর কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জয়পুর গ্রামের হালিম গাজীর ছেলে ভ্যান চালক রাশেদুল ইসলাম গাজী ২০১৯ সালের ১৯ আগস্ট বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এরপর দিন ২০ আগস্ট এলাকার একটি পুকুরের উত্তর পশ্চিম কোন থেকে রাশেদুলের মস্তক বিহীন লাশ উদ্ধার করে। পরে মাথাও উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদুলের পিতা হালিম গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে ২১ আগস্ট বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ আহমেদ কবীর গত ১৪ জানুয়ারি ৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। গত ৯ ফেব্রুয়ারি মামলার চার্জগঠন হয়। মামলার ৩১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এই রায় প্রাদন করেন বিচারক।
×