ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১৫:৪০, ২৯ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নারায়ণগঞ্জের বন্দরের কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের তিন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতরা পোশাকভর্তি কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন (৩০), মোঃ রাজু (২৪) ও মোঃ মিজানুর রহমান (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১টি পিস্তল, ২ রাউন্ড সীসা কার্তুজসহ দেশীয় তৈরি ১টি পাইপ গান, ১টি ছোড়া, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ সুমন লক্ষীপুর জেলার কমলনগর থানার পশ্চিম চরসিতা এলাকায় বাসিন্দা, মোঃ রাজু একই জেলার সদর থানার চর সেকেন্দর এলাকার বাসিন্দ ও মোঃ মিজানুর রহমান একই জেলার রামগতির পূর্বচর কলাকোপা এলাকায় বাসিন্দা। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে রফতানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ধারালো অস্ত্র প্রদর্শন করে কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতি করে আসছিল। তাদের এসকল ডাকাতির ফলে গার্মেন্টস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং সময়মতো শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতো।
×