ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে বিধবার শেষ সম্বল বসতঘর মালামালসহ পুড়ে ছাই

প্রকাশিত: ১৩:৩১, ২৯ অক্টোবর ২০২০

শরীয়তপুরে বিধবার শেষ সম্বল বসতঘর মালামালসহ পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মুলপাড়া বেপারীকান্দি গ্রামে বিধবা নুরুন নাহারের শেষ সম্বল বসতঘরটি মালামলসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্বামীহারা অসহায় নুরুন নাহার পদ্মা নদীর ভাঙ্গনের শিকার হয়ে সাড়ে তিন বছর আগে জমি লীজে ভাড়া নিয়ে বসতঘর তুলে এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে এই ঘরটিতে বসবাস করে আসছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে তালাবদ্ধ ঘরটিতে হঠাৎ করেই আগুন জ্বলে উঠে। এসময় ঘরের মালিক নুরুন নাহারের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ঘরটিতে। আগুনের লেলিহান শিখার তাপের কারণে এবং আশেপাশের পুকুর জলাশয় ভরাট হওয়ায় পানির অভাবে আগুন নিভানোর কাজটি করতে পারেনি এলাকাবাসি। দুর্গম চরাঞ্চল ও নড়িয়া বাজারের কীর্তিনাশা নদীর উপর ঝুঁকিপূর্ণ ভাষাসৈনিক ডাঃ গোলাম মাওলা সেতুটিতে যান চলাচল বন্ধ থাকয় পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের কোন ইউনিট। বিধবার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নাশকতা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন।
×