ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সুচির প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রকাশিত: ০০:৪৭, ২৯ অক্টোবর ২০২০

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সুচির প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যবস্থা নিতে মিয়ানমারের কাউন্সিলর আউং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল মঙ্গলবার আউং সান সুচির সঙ্গে ফোনালাপে এসব অনুরোধ জানান। একই সঙ্গে মিয়ানমারের বিভিন্ন অংশে জাতিগত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় মার্কিন দূতাবাস বুধবার এ তথ্য জানিয়েছে। খবর অনলাইনের। ফোনালাপে ডেভিড হেইল মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম এবং নবেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সমন্বিত জাতীয় নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আগামী ৮ নবেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুচির সঙ্গে ফোনালাপে ডেভিড হেইল মিয়ানমারের বিভিন্ন অংশে জাতিগত সংঘাত বন্ধ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেছেন। এর পাশাপাশি তিনি রোহিঙ্গাসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্যান্য শরণার্থীকে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
×