ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাজে ফিরেছেন বলিউড তারকারা

প্রকাশিত: ২৩:৪০, ২৯ অক্টোবর ২০২০

কাজে ফিরেছেন বলিউড তারকারা

বৈশ্বিক মহামারী করোনার ভয়ঙ্কর প্রকোপে গত মার্চ থেকে জীবনযাত্রা অনেকটাই স্থবির-অচল হয়েছিল। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, স্বাভাবিক চলাচল সামাজিকতা সবই কার্যত বন্ধ ছিল দীর্ঘ বেশ কয়েক মাস ধরে। বলিউডের বিনোদন শিল্পেও করোনার প্রভাব সুস্পষ্ট। অনেক তারকা, পরিচালক-প্রযোজক, কলাকুশলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আবার কেউ কেউ প্রাণও হারিয়েছেন। করোনার আক্রমণ থেকে নিজেদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে বলিউড তারকা-পরিচালক-প্রযোজক, কলাকুশলীরা অনেকদিন ধরে বাড়িতে কোয়ারেন্টাইনে কাটিয়েছেন। পরিস্থিতি অনেকটা সহনীয় পর্যায়ে আসার পর করোনা মহামারীর কারণে জারি করা নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ক্রমেই শিথিল করা হয়েছে। যথাসম্ভব নিজেদের সুরক্ষিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার স্বাভাবিক কাজকর্ম শুরু করছেন ধীরে ধীরে। এভাবেই আড়মোড়া ভেঙ্গে বলিউডের গ্ল্যামার ইন্ডাস্ট্রি আবার জেগে উঠেছে। আবার কর্মব্যস্ত, চঞ্চল হয়ে উঠেছেন বলিউডের বিভিন্ন তারকাশিল্পী, নির্মাতা, কলাকুশলীরা। সাম্প্রতিক বলিউড তারকাদের নতুন করে কর্মব্যস্ততায় ফিরে আসার ব্যাপারটি সবাইকে বেশ আশাবাদী ও আনন্দিত করেছে। এ প্রসঙ্গে প্রথমেই অক্ষয় কুমারের কথা বলা যাক। লকডাউন কিছুটা শিথিল হতেই পেশাদার ও পরিশ্রমী এই বলিউড তারকা বেশ কিছু এ্যাডের শূটিংয়ে অংশ নেন প্রথমে। যেগুলোর কাজ আরও অনেক আগেই শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে মাঝপথে থেমেছিল। এ্যাডের কাজ শেষ করে অক্ষয় কুমার তার নতুন ছবি ‘বেলবটম’-এর শূটিং করতে স্কটল্যান্ডে উড়ে যান। স্প্রাই থ্রিলার ধাঁচের এ ছবির বড় একটি অংশের কাজ হয়েছে লন্ডন এবং স্কটল্যান্ডে। ‘বেলবটম’ ছবিতে তার সঙ্গে আরও শূটিং করেছেন তিনজন অভিনেত্রী বাণী কাপুর, ঝুমা কুরেইশী ও লারা দত্ত। সালমান খান অভিনীত ‘রাধে : ইয়্যুর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির সামান্য কিছু অংশের কাজ বাকি ছিল। এ ছবিটি গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে কাজ শেষ না হওয়ায় মুক্তি পায়নি। অসমাপ্ত অংশটুকু কাজ বিদেশী লোকেশনে হওয়ার কথা থাকলেও সালমান খান মুম্বাইয়ে সেই অংশের শূটিংয়ে অংশ নিয়েছেন সম্প্রতি। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সালমান টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উপস্থাপনার কাজটি করছেন বর্তমানে। দীপিকা পাডুকোন করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাকুন বাত্রার নাম ঠিক না হওয়ার ছবির শূটিংয়ে অংশ নিয়েছেন। গোয়ায় শূটিং করছিলেন তিনি। কিন্তু হঠাৎ সাম্প্রতিক মাদককা-ে তার নাম আসায় আইন রক্ষাকারী সংস্থার কাছে জবানবন্দী দিতে শূটিং স্থগিত রেখে মুম্বাই চলে আসতে হয়েছিল। জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী আবার সমুদ্র শহর গোয়ায় ফিরে গিয়ে অনন্যা পা-ে ও সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে শূটিং শুরু করে দিয়েছেন। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবির কিছু কাজ বাকি ছিল। করোনার কারণে সেই কাজ করা হয়ে উঠছিল না। এদিকে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে আগামী ২০২১ এর ক্রিস্টমাসে নির্ধারণ করা হলেও সম্প্রতি প্রধান দুই তারকা আমির খান এবং কারিনা কাপুর খান দিল্লীতে ‘লাল সিং চাড্ডা’ ছবির কিছু অবশিষ্ট অংশের শূটিং শেষ করেছেন। অনেক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চার-পাঁচ মাসের অন্তসঃত্ত্বা কারিনা কাপুর এ ছবির শূটিং সম্পন্ন করেছেন। কারণ আগামীতে প্রেগন্যান্সির কারণে তার পক্ষে এভাবে শূটিংয়ে অংশ নেয়া সম্ভব নাও হতে পারে। অমিতাভ বচ্চন করোনা থেকে মুক্ত হয়ে সনি টিভির আলোচিত শো ‘কৌন বনেগা ক্রোড়পতির উপস্থাপনায় সগৌরবে ফিরে এসেছেন। মাধুরী দীক্ষিত করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ থাকলেও এতদিন করোনার কারণে শূটিং শুরু করতে পারছিলেন না তারা। সম্প্রতি একজন জনপ্রিয় চিত্রনায়িকা পারিবারিক ও পেশাগত জীবনের গল্প নিয়ে আবর্তিত ওয়েব সিরিজটির শূটিং শুরু করেছেন মাধুরী। জন আব্রাহাম অভিনীত বেশ কয়েকটি সিনেমা এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর প্রকোপে সব সিনেমার কাজ মাঝপথে থেমে আছে। হালে সেই অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্য নিয়ে পূর্ণ্যােদমে মাঠে নেমেছেন জন আব্রাহাম। এর মধ্যে ‘মুম্বাই সাগা’ ছবির কিছু অংশের শূটিং করছেন তিনি বর্তমানে। জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে ‘এ্যাটাক’ ছবির শূটিং করেছেন জন ইতোমধ্যে। আগামী মাসে অক্ষয় কুমার, সারা আলি খান এবং দখিনী সুপারস্টার ধানুশ এক সঙ্গে শূটিং শুরু করতে যাচ্ছেন রোমান্টিক এ্যাকশন ছবি ‘আতরাঙ্গি রে’র। সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত ছবি ‘গাংগুবাঈ কোঠিওয়ালি’র শূটিং আবার শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আলিয়া ভাট এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন। সব মিলিয়ে স্থবিরতা কাটিয়ে দীর্ঘ কয়েক মাসের আড়মোড়া ভেঙ্গে কর্মচঞ্চল হয়ে উঠেছে বলিউড। পেশাগত কারণে ঘরবন্দী জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে অভিনয়ে ফিরতে শুরু করেছেন বলিউড তারকারা। ব্যস্ত তারকাদের পদচারণা, আনাগোনা, শূটিংয়ের আয়োজন ইত্যাদিতে আগের চিরচেনা অবস্থায় ফিরতে শুরু করেছেন বলিউড।
×