ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে বার্সিলোনা সভাপতির পদত্যাগ

প্রকাশিত: ২৩:৩১, ২৯ অক্টোবর ২০২০

অবশেষে বার্সিলোনা সভাপতির পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার ॥ নাটকের পর নাটক করে, অনেক সমালোচনার জন্ম দিয়ে অবশেষে পদত্যাগ করেছেন স্প্যানিশ ক্লাব বার্সিলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ। শুধু তাই নয়, তার সঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের পুরো স্টাফ। মঙ্গলবার রাতে জরুরী বৈঠকে বসেছিল বার্সিলোনার বোর্ড সদস্যরা। সেখানেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন বার্টোমেউ। মূলত নবেম্বর মাসের শুরুতে অনুষ্ঠেয় অনাস্থা ভোটকে সামনে রেখেই সরে দাঁড়িয়েছেন তারা। করোনাভাইরাস মহামারীর কারণে অনাস্থা ভোট যেন পিছিয়ে দেয়া হয় এ জন্য কাতালান সরকারের কাছে আবেদন জানিয়েছিল বার্সা। কিন্তু সেখানকার সরকার ভোট আয়োজনের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়ায় বার্টোমেউ ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তার দিন শেষ। আর এ কারণেই সরে গেছেন তিনি। বার্টোমেউ ২০১৪ সালে বার্সার সভাপতি হন। সেবার ক্লাবের সঙ্গে আইনী ঝামেলায় জড়িয়ে সান্দ্রো রোসেল সরে দাঁড়ালে কপাল খুলে যায় তার।
×