ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘আমাদের ছেলে বাড়ি ফিরছে’

প্রকাশিত: ২৩:৩০, ২৯ অক্টোবর ২০২০

‘আমাদের ছেলে বাড়ি ফিরছে’

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এখন ক্রিকেট খেলতে পারবেন। আগামী মাসে নবেম্বরের মাঝামাঝি যে টি২০ টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা আছে, এই টুর্নামেন্টে খেলা দিয়েই আবার ক্রিকেট খেলতে নামবেন সাকিব। এজন্য যুক্তরাষ্ট্র থেকে ৪ নবেম্বর দেশে ফিরতে পারেন তিনি। ক্রিকেটপ্রেমীরা সাকিবকে আবার খেলতে দেখতে পাবেন। এ নিয়ে ক্রিকেটপ্রেমীরা মহা আনন্দিত। খুশি জাতীয় দলের ক্রিকেটাররাও। সাকিবকে নিয়ে তাই আনন্দের সঙ্গেই বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমাদের ছেলে বাড়ি ফিরছে।’ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, ‘আমাদের ছেলে বাড়ি ফিরছে, সে জন্য আমি খুব খুশি। আমরা জানি যে সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা খেলোয়াড়। ড্রেসিংরুমে তার ফিরে আসার প্রত্যাশায় আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। এটা জেনে ভাল লাগছে যে, আমরা তাকে দেখতে পাব, তার সঙ্গে কথা বলতে পারব এবং তার সঙ্গে সময় কাটাতে পারব।’ বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ফেরার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘উনি (সাকিব) আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার ফেরা আমাদের জন্য স্বস্তির এবং আনন্দের বিষয়। আমরা আশা করব উনি যেভাবে অংশ নিয়েছিলেন জাতীয় দলে এবং বিভিন্ন টুর্নামেন্টে, তিনি সেভাবেই ফিরে আসবেন।’
×