ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই বছর নিষিদ্ধ বিশ্ব চ্যাম্পিয়ন কোলম্যান

প্রকাশিত: ২৩:২৯, ২৯ অক্টোবর ২০২০

দুই বছর নিষিদ্ধ বিশ্ব চ্যাম্পিয়ন কোলম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ কপাল পুড়লো ক্রিস্টিয়ান কোলম্যানের। টানা তিন ড্রাগ টেস্টে উপস্থিত না হওয়ার কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান। এর ফলে আগামী বছরের টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা স্প্রিন্টার। ২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছিলেন কোলম্যান। পুরুষদের ১০০ মিটারে স্বর্ণপদক জয় করেছিলেন তিনি। সেখানে কোলম্যান ৪ গুনিতক ১০০ মিটার রিলেতেও যুক্তরাষ্ট্র দলের হয়ে স্বর্ণ জয় করেছিলেন। কিন্তু ড্রাগ টেস্টে উপস্থিত না হওয়ার কারণে ২৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই তারকা এ্যাথলেট চলতি বছরের ১৪ মে থেকে নিষিদ্ধ রয়েছেন। দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় আগামী বছর টোকিও অলিম্পিকেও খেলতে পারবেন না তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে তৃতীয় পরীক্ষায় উপস্থিত না হয়ে প্রাথমিকভাবে জুনে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। ৬০ মিটার ইনডোর প্রতিযোগিতায় বিশ^ রেকর্ডধারী কোলম্যান বিশ্ব ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশনে আপীল করার সুযোগ পাবেন। তবে তা অবশ্যই ৩০ দিনের মধ্যে। সেখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞা থেকে মুক্তির কোন পথ খোলা থাকবে না ক্রিস্টিয়ান কোলম্যানের।
×