ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আমার মতো ভুল যেন কেউ না করে’

প্রকাশিত: ২৩:২৬, ২৯ অক্টোবর ২০২০

‘আমার মতো ভুল যেন কেউ না করে’

মিথুন আশরাফ ॥ ২৯ অক্টোবর, ২০১৯ সালের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেক ২৯ অক্টোবর, আজ মুক্ত হয়ে গেলেন তিনি। নিষিদ্ধ হওয়ার পর বলেছিলেন, ‘আমি এটি নিশ্চিত করতে চাই যে, আমার মতো ভুল যেন কোন তরুণ খেলোয়াড় ভবিষ্যতে না করে।’ মুক্ত হওয়ার পরও বললেন, ‘আমার মতো ভুল যেন কেউ না করে।’ বাংলাদেশের ক্রিকেটের এক কালো অধ্যায়ই ছিল গত বছরের ২৯ অক্টোবর। জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করে শাস্তি পান সাকিব। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ভুল করে বসেন। অপরাধ করে বসেন। ম্যাচ গড়াপেটা নিয়ে জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পান। কিন্তু আইসিসিকে কিছু না জানানোও অপরাধ করেন। তাতে দুই বছরের নিষিদ্ধ হন। এরমধ্যে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই শাস্তি দেয় সাকিবকে। দ্বিতীয় বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে। দেখতে দেখতে শেষ হয়ে গেল নিষেধাজ্ঞার এক বছর। আজ থেকে ক্রিকেট খেলতে, ক্রিকেটের কোন কার্যক্রমে অংশ নিতে সাকিবের আর কোন বাধা থাকছে না। সাকিবকে ফাঁসানোর পেছনে ছিলেন দীপক আগারওয়াল নামের একজন ভারতীয় জুয়াড়ি। মোট তিনটি অভিযোগ এনে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়। নিষেধাজ্ঞায় থাকাকালীন বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন সাকিব। সেখানেই স্ত্রী উম্মে আহমেদ শিশির দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দুই মেয়ে আর পরিবারকে নিয়ে সময় কাটিয়েছেন সাকিব। তবে দূর দেশে থেকেও করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষকে সাহায্য করে যান তিনি। নিজের নামে একটি ফাউন্ডেশন চালু করে নিরলসভাবে কাজ করে যান। মানুষের সাহায্যের জন্য বিক্রি করে দেন ইংল্যান্ড বিশ্বকাপ রাঙানো প্রিয় ব্যাট। খাদ্য সহায়তা, করোনা কিট কেনা, এ্যাম্বুলেন্স দেয়া, বন্যায় ক্ষতিগ্রস্তসহ অনেককেই সাহায্য করেন তিনি। শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরবেন বলে মাঝে দেশে ফিরেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনও করেন বাংলাদেশের বিশ্ব তারকা। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। তবে সাকিবের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী ১৫ নবেম্বর থেকে শুরু হচ্ছে টি২০ টুর্নামেন্ট। ঘরোয়া এই টি২০ টুর্নামেন্ট দিয়েই ফের বাইশ গজে ফিরবেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। নিষিদ্ধ থাকার কষ্টটা হারে হারে টের পেয়েছেন বাংলাদেশের এই পোস্টারবয়। তার মতো আর কেউ যেন এমন ভুল না করে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন সাকিব। ক্রিকেটে ফিরতে নবেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি। ৪ নবেম্বর ফিরতে পারেন। দেশে ফেরার আগে সাকিবকে শুভ কামনা জানাতে নিউইয়র্ক প্রবাসী সুধী সমাবেশ অনুষ্ঠান আয়োজন করে। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাতে কুইন্স প্যালেস মিলনায়তনে সাকিবকে একের পর এক প্রশ্ন করেন নিউইয়র্ক প্রবাসীরা। আর সে প্রশ্নগুলোর উত্তর দিতে থাকেন তিনি। গত একটি বছর যে কারণে জীবন থেকে চলে গেল, সেটা নিয়ে কি সাকিবের কোন আফসোস আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার মতো ভুল যেন কেউ না করে।’ নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর ফিরছেন তিনি। এক বছর পর ফিরছেন, কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে হেসে উত্তর দেন, ‘ভাল লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্যে ভাল খেলতে পারি। চেষ্টা সবসময়ই থাকবে।’ অনুষ্ঠান শেষে তাকে সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশীরা। তাদের ভালবাসায় সিক্ত হন সাকিব। বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করারও আহ্বান জানিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘প্রতিবারই নিউইয়র্কে এলে আপনাদের সঙ্গে দেখা হয়। যেটা আমার জন্য বড় পাওয়া। আপনাদের ভালবাসা আমার জন্য সব সময় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এমন আন্তরিকতা আমাকে, ক্রিকেটকে, বাংলাদেশের মানুষকে ও বাংলাদেশকে সব সময় দেবেন। যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। আমি আমার অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করব। আপনারও নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন।’
×