ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার এ্যান্টিবডি

প্রকাশিত: ২৩:১২, ২৯ অক্টোবর ২০২০

করোনার এ্যান্টিবডি

* করোনার জট খুলছেই না। * ব্রিটেনের একদল গবেষক সম্প্রতি দেখেছেন, করোনা যাদের হয়ে গেল, তখন তাদের মধ্যে এ্যান্টিবডির মাত্রা ছিল ৬৪%। কয়েক মাসের মধ্যে তাদের এ্যান্টিবডি কমে এসেছে ৪%-এ। * দেখা যাচ্ছে, স্বল্পস্থায়ী প্রতিরোধ গড়ে তুলছে। * ভ্যাকসিন কি তাহলে স্বল্পস্থায়ী হবে? * এদিকে এ্যাস্ট্রোজেনেকার মুখপাত্র বলছেন, তৃতীয় ধাপের ফল ভাল। বৃদ্ধ ও যুবকদের মধ্যে ভ্যাকসিনের প্রভাব একই রকম। অথচ ভাবা হচ্ছিল, বৃদ্ধদের মধ্যে এ্যান্টিবডি হয়ত কম তৈরি হবে। সে ধারণা ভুল প্রমাণিত হলো। * ভ্যাকসিন দেয়া শুরু হলেই হয়ত সব জট খুলবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৪৫৫৯
×