ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তি স্থাপন করবেন ২৯ নবেম্বর

প্রকাশিত: ২৩:১০, ২৯ অক্টোবর ২০২০

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তি স্থাপন করবেন ২৯ নবেম্বর

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেলসেতু। ইতোমধ্যেই সেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৯ নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পর থেকেই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। বুধবার দুপুরে মন্ত্রী সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরির্দশনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ কারণে বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উজানে ডেডিকেটেড ডবল লেনের রেলসেতু নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ হলে দুটো ট্রেন একসঙ্গে চলাচল করতে পারবে এবং এক শ’ কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করবে । মন্ত্রী বলেন, আমাদের পরীক্ষিত বন্ধু জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু“ করা হবে। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেল বিভাগের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদুর রহমান, রাজশাহী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান উপস্থিত ছিলেন।
×