ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবৈধভাবে বালু উত্তোলনে ৪ জনের কারাদন্ড

প্রকাশিত: ২১:১৩, ২৮ অক্টোবর ২০২০

অবৈধভাবে বালু উত্তোলনে ৪ জনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ। এর আগে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ আদালত পরিচালনাকালে চুনারুঘাট উপজেলার দাঁরাগাও চা বাগানের পার্শ্ববর্তী স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় চারজনকে বিনাশ্রম কারাদন্ড আরোপ করা হয়। এরমধ্যে এক বছরের দন্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার দাঁরাগাও গ্রামের মৃত হাজী আঃ বারির ছেলে শেখ সেলিম (৪৭), আব্দুর নুরের ছেলে মোঃ রহম আলী (৪৯) ও তৈয়ব আলীর ছেলে কাউছার আহমেদ (৩৮) । এছাড়া লাখাই উপজেলার সুজাতপুর গ্রামের আমিন মিয়ার ছেলে মোঃ খালিক উজ্জামানকে (৫৫) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪৭ টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে। এ অভিযানে র‌্যাব ও চুনারুঘাট থানা পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহযোগীতা করেছে। ইউএনও সত্যজিত রায় দাশ জানান, পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
×