ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টঙ্গী থেকে অপহৃত আদিবাসী কিশোরী টাঙ্গাইলের গহীন জঙ্গল থেকে উদ্ধার

প্রকাশিত: ২০:৪৬, ২৮ অক্টোবর ২০২০

টঙ্গী থেকে অপহৃত আদিবাসী কিশোরী টাঙ্গাইলের গহীন জঙ্গল থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী থেকে অপহরণের ১৮ দিন পর বুধবার অপহৃত এক আদিবাসী কিশোরীকে টাঙ্গাইল সখীপুরের গহীন জঙ্গল থেকে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। তার নাম বৃষ্টি রানী (১৪)। বাবার নাম মানবিন্দ চন্দ্র সরকার। থানায় দায়ের করা অপহরণ মামলার উদ্বৃতি দিয়ে ওসি এমদাদুল হক জনকণ্ঠকে জানান, গত ১০ অক্টোবর টঙ্গীর বাসা থেকে মার্কেটে পরিবারের সঙ্গে বাইরে বের হয়। মার্কেটে ভিড়ের মধ্যে আলমগীর নামে এক যুবক বৃষ্টি রানীকে অপহরণ করে অজানা জায়গায় নিয়ে যায়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্হান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপ-পরিদর্শক ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপ-পরিদর্শক কায়সার হাসান, বাবুল ও সাদিয়ার ৪ সদস্য বিশিষ্ট পুলিশের একটি দল উদ্ধার অভিযানে নামে। ১৮ দিনের মাথায় টাঙ্গাইল সখিপুর থানার সহযোগিতায় গহীন জঙ্গল থেকে বৃষ্টি রানীকে উদ্ধার করে আজ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে অপহৃত আলমগীর গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।
×