ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিটিতে ফের আসছে কাস্টমস এ্যান্ড ভ্যাট ক্রীড়া পরিষদ

প্রকাশিত: ১৯:৩৪, ২৮ অক্টোবর ২০২০

টিটিতে ফের আসছে কাস্টমস এ্যান্ড ভ্যাট ক্রীড়া পরিষদ

স্পোর্টস রিপোর্টার ॥ টেবিল টেনিসের (টিটি) মাধ্যমে আবারও ক্রীড়াঙ্গনে আসছে বাংলাদেশ কাস্টমস এ্যান্ড ভ্যাট ক্রীড়া পরিষদ। কেবল কাস্টমসই নয়, টিটিতে প্রথম আসছে পুলিশও। টিটি ফেডারেশনের লীগ কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু এ প্রসঙ্গে বলেন, কাস্টমস ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা টিটিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। আমাদের জন্য এটা ভালো খবর। তাদেরকে স্বাগত জানাই। করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিদের্শনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বেশকিছু ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। ডিসেম্বরে বিজয় দিবস টুর্নামেন্টের মাধ্যমে এবার টেবিলে গড়াবে টেবিল টেনিস। ২৬-৩০ ডিসেম্বর পুরুষ ও নারী একক ও দলগতের চারটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। অংশ নেয়া খেলোয়াড় ও দলগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে। অন্যদিকে ১৬ জানুয়ারি শুরু হবে সিনিয়র বিভাগ, প্রথম বিভাগ ও নারী বিভাগ টিটি লীগের খেলা। সিনিয়র বিভাগে শেখ রাসেল, পাললিক, মেরিনার ইয়াংস, অ্যাজাক্স এসসি, বিমান বাংলাদেশ, আরমানিটোলা, উত্তরা টিটি ক্লাব, পুলিশ, অরুনিমা, বয়েজ ক্লাব ও লিংকার্স টিটি অংশ নেবে। নারী বিভাগে খেলবে আবাহনী লিমিটেড, কাস্টমস, প্রীতি টিটি ও জেবি ৭১সহ সাতটি এবং প্রথম বিভাগে ২৪টি দল অংশ নেবে। ৫ জানুয়ারির মধ্যে দলগুলোকে নাম নিবন্ধনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে।
×