ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ১৫:২৩, ২৮ অক্টোবর ২০২০

বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন, র্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছে বরিশালের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থী লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ ইয়াসিন, রাফসান আহমেদ, অপু ভট্টাচার্য, সামিয়া রহমান প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে পলিটেকনিকে পড়াশুনা করতে গিয়ে পরিবারের কাছে একটি বোঝা হয়ে আছি। বর্তমানে দেশে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলছে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন পরীক্ষা নেওয়া যাবেনা। বক্তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে অসহায় শিক্ষার্থীদের একটি কর্মস্থলে ফিরে আসার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের কাছে দাবি করেন। শেষে শিক্ষার্থীরা নগরীতে একটি র্যালি বের করে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।
×