ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মদপানের পর ৩ যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২:২৬, ২৮ অক্টোবর ২০২০

কুষ্টিয়ায় মদপানের পর ৩ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ কুষ্টিয়ায় মদপানের পর 'বিষক্রিয়ায়' তিন যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর আজ বুধবার ভোরে তাদের মৃত্যু হয়। তারা হলেন- সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১), খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের রিপন কুমার ঘোষ (৩২) ও মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নিতাই বিশ্বাসকে প্রথমে মঙ্গলবার রাত ১২টার দিকে হাসতাপালে ভর্তি করা হয়। এরপর অনিক বিশ্বাসকে বুধবার ভোর ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এদের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে আসলে এদের মৃত্যু কীভাবে হয়েছে।
×