ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্চনাটক ॥ ৩০ অক্টোবর ‘কনডেমড সেল’

প্রকাশিত: ২৩:৩৯, ২৮ অক্টোবর ২০২০

মঞ্চনাটক ॥ ৩০ অক্টোবর ‘কনডেমড সেল’

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম সেরা নাট্যদল প্রাঙ্গণেমোরে’র ১০ম প্রযোজনা ‘কনডেমড সেল’। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়িত হবে এই নাটক। নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা ও নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা। এতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, প্রীতি, সুজয় ও প্রকৃতিসহ আরও অনেকে। নাটক ‘কনডেমড সেলে’র ঘটনা প্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। নাট্যকার এ নাট্য প্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাঙালী জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন এবং তার পূর্বের ঘটনা তুলে ধরেছেন। ‘কনডেমড সেল’ নামের এ নাট্য প্রয়াসের অভিপ্রায় দায়যুক্ত দর্শকের অন্বেষণ। নাটকের সকল ঘটনা প্রবাহ সংগঠিত হবে কারা অভ্যন্তরে ‘কনডেমড সেল’-এ। কারাবিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধু মৃত্যুদ-প্রাপ্ত কয়েদীরা থাকে।
×