ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যাক্রোঁ ‘উগ্রবাদ’কে উস্কে দিচ্ছেন ॥ ইরান

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ অক্টোবর ২০২০

ম্যাক্রোঁ ‘উগ্রবাদ’কে উস্কে দিচ্ছেন ॥ ইরান

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘উগ্রবাদ’কে উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে অবমানণাকর মন্তব্য করে ম্যাক্রোঁ উগ্রবাদকে সমর্থন করছেন। খবর আলজাজিরা অনলাইনের। জারিফ টুইটারে এক বার্তায় বলেন, ফরাসী প্রেসিডেন্টের এমন মন্তব্যের ‘প্রথম শিকার হচ্ছে মুসলমানরা।’ এদিকে ফ্রান্স প্রেসিডেন্টের বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদের (সা.) প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পীকার মোহাম্মাদ বাকের কলিবফ। তিনি বলেন, নিচু প্রকৃতির এই লোকগুলোর এ ধরনের ধৃষ্টতা প্রমাণ করে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সব ঐশী ধর্মেও শত্রু।
×