ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গবেষণা প্রতিবেদন

দ্রুত হারাচ্ছে আমাজনের গায়ক পাখি!

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ অক্টোবর ২০২০

দ্রুত হারাচ্ছে আমাজনের গায়ক পাখি!

সবুজের বুকে ভেসে চলা পাখিদের অপূর্ব সুরের মূর্ছনা হারাতে বসেছে আমাজন বন। ওয়ারেন ও অন্য বিরল গানের পাখিরা আজ অকালেই যেন মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। কারণে-অকারণে বন ধ্বংস, বনের সীমা-পরিসীমা বার বার পরিবর্তন ও খাবারের অপ্রতুলতাই গানের পাখিদের বিলীন হওয়ার কারণ বলছেন গবেষকরা। দক্ষিণ আমেরিকার গানের পাখি ওয়ারেন মূলত তার সুরেলা কণ্ঠের জন্য বিখ্যাত। নতুন একটি গবেষণায় দেখা গেছে, আমাজন বন থেকে ওয়ারেনের সংখ্যা ধীরে ধীরে উদ্বেগজনকভাবে কমতে শুরু করেছে; যদিও ২১ লাখ স্কয়ার মাইলের বিশ্বের সবচেয়ে বড় রেনফরেস্ট আমাজনের আদি বাসিন্দাদের মধ্যে ওয়ারেনের নাম রয়েছে। ১৯৮০ দশকের একটি জরিপে বলা হয়েছে, অবিবেচনাপ্রসূত বন ধ্বংস কিংবা সরাসরি মানুষের হস্তক্ষেপের কারণে আমাজনে গানের পাখিদের অস্তিত্ব ঝুঁকির মুখে রয়েছে। এদিকে মার্কিন গবেষকরা এখন এটা ভেবে শঙ্কিত যে, কেবল বনাঞ্চল ধ্বংস রোধ করেই ওয়ারেনের মতো সুরেলা কণ্ঠের পাখিদের অস্তিত্ব রক্ষা করা যাবে না। বিশেষজ্ঞরা মনে করেন, এখন পর্যন্ত ওয়ারেন প্রজাতির পাখি ধ্বংসের আসল কারণ জানা না গেলেও জলবায়ু পরিবর্তন একটি বড় ক্রিয়াণক হতে পারে। অন্যদিকে উইং-ব্যান্ডড আন্টবার্ডসহ অন্য প্রজাতির হিং¯্র পাখিদের কারণেও বনটির গানের পাখিরা হুমকিতে রয়েছে। এই হিং¯্র পাখিরা ওয়ানের মতো গানের পাখিদের দেখলে তাড়া করে ফেরে এবং আক্রমণ করে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ স্টুফার বলেন, ‘আমাজনে এ ঘটনা আসলে জীববৈচিত্র্যের ক্ষয়। আর এভাবেই জীববৈচিত্র্য বজায় থাকবে।’ অধ্যাপক ফিলিপ স্টুফার জানান, ব্রাজিলের মানুয়াসের উত্তরাঞ্চলে তাদের গবেষণাস্থলের পাখিরা সম্ভবত জলবায়ু পরিবর্তনের শিকার হতে পারে।’ অধ্যাপক স্টুফার মানুয়াসের আমাজন অংশে ১৯৯১ সালে সরেজমিন গবেষণাটি করেছেন এবং ২০১৬ সাল পর্যন্ত সেখানে পরিযায়ী পাখিদের ওপর নজরদারি করেন। ২০০৮ সালে তিনি ও তার গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা জানিয়েছেন যে, অতীতে আমাজন জঙ্গলে যে পাখিদের তারা দেখেছেন, এখন তাদের খুব কমই দেখতে পাওয়া যায়। নতুন এই গবেষণাটি সম্প্রতি ইকোলজি লেটারসে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল অবলম্বনে।
×