ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের বিতর্কিত কার্টুনের নিন্দায় সৌদি আরব

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ অক্টোবর ২০২০

ফ্রান্সের বিতর্কিত কার্টুনের নিন্দায় সৌদি আরব

বিশ্বের অন্য মুসলিম দেশ তীব্র ক্ষোভ ও পণ্য বর্জনের আহ্বান জানানের পর এবার সৌদি আরবও ফ্রান্সের নিন্দা করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোন উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দেয়া এ বিষয়ক বিবৃতিটি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রকাশ করেছে। তবে এতে অন্য কয়েকটি মুসলিম দেশের মতো সৌদি আরবেও ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দেয়া হয়নি। খবর বিবিসি অনলাইনের। ফ্রান্সে ইতিহাসের এক শিক্ষক ক্লাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে হত্যাকাণ্ডের শিকারের ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। এর প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেন। ‘ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলেও তিনি জানান। তার এসব মন্তব্যে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
×