ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্সের তীব্র বিরোধিতা

পরমাণু অস্ত্রকে ৫০ দেশের ‘না’

প্রকাশিত: ২৩:৩২, ২৮ অক্টোবর ২০২০

পরমাণু অস্ত্রকে ৫০ দেশের ‘না’

বিশ্বের ৫০ দেশ কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। সোমবার জাতিসংঘে এ সংক্রান্ত একটি চুক্তিতে ওই দেশগুলো স্বাক্ষর করেছে। আগামী ৯০ দিন অর্থাৎ ২০২১ সালের ২২ জানুয়ারির মধ্যেই ঐতিহাসিক চুক্তিটি কার্যকর হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশগুলোর এমন পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন পারমাণবিক অস্ত্রবিরোধীরা। সোমবার ৫০তম দেশ হিসেবে হন্ডুরাস এ চুক্তির পক্ষে স্বাক্ষর করে। যদিও যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং ন্যাটো শরীকদের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো এ চুক্তির বিরোধিতা এবং তীব্র সমালোচনা করেছে। খবর গার্ডিয়ান অনলাইনের। চলতি বছর জাতিসংঘ গঠন এবং হিরোশিমায় পরমাণু অস্ত্র হামলার ৭৫তম বর্ষপূর্তি। এই চুক্তি সেই ইস্যুতে এক অভাবনীয় সাফল্য বলেই মনে করছেন ২০১৭ সালে শান্তিতে নোবলজয়ী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু এ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন (আইসিএএন)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর বিয়াট্রিস ফিন। তিনি বলেন, এই ৫০ দেশ বুঝতে পেরেছে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুধু অনৈতিকই নয়, অবৈধ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ববাসী এখন পরমাণু অস্ত্রের ভয়াবহতা বুঝতে পেরেছে। এই ধরনের ভয়াবহ দৃশ্য মানুষ এখন আর দেখতে চাচ্ছে না। তিনি বলেন, জাতিসংঘ এখন বিশ্বকে পরমাণু অস্ত্রের ভয়াবহতা থেকে মুক্তি দিতে কাজ করছে। আন্তর্জাতিক সেবা সংস্থা রেডক্রস প্রধান পিটার মুয়েরার বলেন, আজ মানবতার জয় হলো। আগামীর বিশ্বকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করতে আজকের এ পদক্ষেপ কাজ করবে। চলতি বছরের আগস্টে জাপানের পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকী পালন উপলক্ষে অনেক দেশ এ চুক্তিতে স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। অবশ্য নাইজিরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, মাল্টা, ট্যুভালু, থাইল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও ভ্যাটিকান সিটি আগেই এই চুক্তিতে স্বাক্ষর করে। এদিকে যুক্তরাষ্ট্র এই চুক্তি স্বাক্ষরকারী নতুন দেশগুলোর কঠোর সমালোচনা করেছে। সোমবার জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানায়, এ চুক্তিতে স্বাক্ষর করে এসব দেশ কৌশলগত ভুল করল। অপরদিকে বিশ্বের পরমাণু শক্তিধর অপর চার সুপার পাওয়ার রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর সমালোচনা করে চিঠি পাঠিয়েছে। চুক্তিটিকে সাধুবাদ জানিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, এ চুক্তি স্বাক্ষরে অস্ট্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে পরমাণু অস্ত্রের ব্যবহার, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা, মোতায়েন, মজুদ এবং এই অস্ত্র ব্যবহারের হুমকি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। ২০১৭ সালের জুলাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ১২২ দেশের সমর্থনে এই চুক্তির প্রস্তাব গৃহীত হয়। এ পর্যন্ত ৮৪ দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে এরমধ্যে সব দেশ এখনও টেক্সটে অনুসমর্থন দেয়নি। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় তখন সকাল ৮টা ১৫ মিনিট। আগেই নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান।
×