ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-কলকাতা রুটে স্পাইসজেট ফ্লাইট শুরু ৫ নবেম্বর

প্রকাশিত: ২৩:১৮, ২৮ অক্টোবর ২০২০

চট্টগ্রাম-কলকাতা রুটে স্পাইসজেট ফ্লাইট শুরু ৫ নবেম্বর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করছে ভারতের বেসরকারী বিমান সংস্থা স্পাইসজেট। সপ্তাহে চারদিন চলবে এ ফ্লাইট, যা আগামী ৫ নবেম্বর শুরু হবে। ভারতীয় এ বিমান সংস্থার ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম-কলকাতা রুটে একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬১৩ টাকা। আর আসা যাওয়ার ভাড়া ১০ হাজার ১০৪ টাকা। কম ভাড়ার এ ফ্লাইট জনপ্রিয় হলে সপ্তাহে প্রতিদিন এ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে যাওয়ার অনেক যাত্রী রয়েছে। সে তুলনায় ফ্লাইট সুবিধা কম। বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের এ বিমান সংস্থা রুটটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্পাইসজেট ফ্লাইটে যাত্রীরা কলকাতায় গেলে তাদের পক্ষে সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে ভারতের বিভিন্ন গন্তব্যে যাওয়া সহজ হবে। কম ভাড়ার ফ্লাইট হওয়ায় এ সার্ভিসটি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ সংস্থাটির। চট্টগ্রাম থেকে কলকাতার ফ্লাইট হবে সপ্তাহে ৪ দিন। সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এ রুটে উড়বে ফ্লাইট। নির্ধারিত দিনে সকাল ১০টা ০৫ মিনিটে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে ফ্লাইট। চট্টগ্রামে অবতরণ করবে স্থানীয় সময় পৌনে ১২টায়। এরপর শাহ আমানত থেকে দুপুর সাড়ে ১২টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তা কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে বাংলাদেশী নিহত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৭ অক্টোবর ॥ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের লেনাসিয়াতে মোঃ আরিফ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ ডাকাতরা। নিহত আরিফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামের মিন্নাত আলী ভুঁঞা বাড়ির ছেলে। সোমবার রাত ৯টার দিকে লেনাসিয়া এক্সটেনশন ‘১৩ বিসমিল্লাহ সুপার শপ’ নামে দোকানে ডাকাতির সময় সশস্ত্র কৃষাঙ্গ ডাকাতদের গুলিতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়।
×