ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষমতাসীনরা স্বেচ্ছাচারী হয়ে গেছে ॥ নজরুল

প্রকাশিত: ২৩:১৭, ২৮ অক্টোবর ২০২০

ক্ষমতাসীনরা স্বেচ্ছাচারী হয়ে গেছে ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ হাজী সেলিম পুত্র ইরফান সেলিম নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতাসীনরা স্বেচ্ছাচারী হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, সরকারের নির্বাহী আদেশে সাজা মওকুফ করে বিএনপি চেয়ারপার্সন অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। তার সুচিকিৎসার জন্য আমরা স্থায়ী মুক্তি চাই। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ মন্তব্য করে নজরুল বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো মার্চ মাস থেকে বাংলাদেশের মানুষও করোনায় আক্রান্ত। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের! দেশের জনগণ প্রকৃত তথ্য জানেনা, কতজন আক্রান্ত হয়েছে আর কত জন মারা গেছে। সরকার প্রতিদিন যে তথ্য দেয় তা জনগণ বিশ্বাস করে না। কারণ সরকারের মন্ত্রী এবং কর্মকর্তাদের উপস্থিতিতে আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠান যখন বলে ঢাকা শহরের শতকরা ৪৫ জন মানুষ করোনায় আক্রান্ত আছে বা আক্রান্ত হয়েছিল। এ হিসেবে শুধু ঢাকাতেই করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা ৯০ লাখ হওয়ার কথা। কিন্তু সরকারী হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম। নজরুল ইসলাম বলেন, এ সরকারের ওপর জনগণের বিশ্বাস নেই, যে সরকার এবং নির্বাচন কমিশনের আমলে ঢাকা মহানগরীতে মাত্র শতকরা ১০ ভাগ লোক ভোট দিতে যায়। তার মানে ভোট প্রক্রিয়া, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এই বিষয়গুলোর ওপর মানুষের বিতৃষ্ণা এসে যাচ্ছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে, মানুষ নিরাশ হয়ে যাচ্ছে। দেশের মানুষ গণতন্ত্র সম্পর্কে হতাশ ও নিরাশ হয়ে যাচ্ছে। এভাবে তো চলতে পারে না।
×