ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ন্যাপি র‌্যাশ

প্রকাশিত: ২৩:০১, ২৮ অক্টোবর ২০২০

ন্যাপি র‌্যাশ

* ছোট বাচ্চাদের ডায়াপার পরানোর জায়গায় অনেক সময় র‌্যাশ বের হয়। * অনেক কারণেই এসব জায়গায় লাল ঘা হয়। * সবচেয়ে বেশি হয় ডায়াপারের প্রস্রাব চামড়ায় লেগে র‌্যাশ বের হয়। প্র¯্রাবের এ্যামোনিয়া এই কনটাক্ট ডারমাটাইটিস করে থাকে। * আরও হয় ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। * কুঁচকির সর্বত্র হয়, শুধু মাত্র ভাঁজে ভাঁজে বাদ যায়। * এটা আসলে কোন প্যারেনটাল নেগলেক্ট বা অভিভাবকের অবহেলা বলা ঠিক হবে না। * এক্ষেত্রে ওয়েট টিস্যু ব্যবহার না করে তুলো ভিজিয়ে জায়গাগুলো মুছে দিলে ভাল। * জিংক অক্সাইড ক্রিম ব্যবহার করা যায়। * জায়গাগুলো যথাসম্ভব খোলা রাখা ভাল। * ফাংগাল ইনফেকশনের জন্য নিস্টাটিন ক্রিম ব্যবহার করা যায়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×