ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্মীয় অনুভূতিতে আঘাত ॥ জবি শিক্ষার্থী সাসপেন্ড

প্রকাশিত: ২২:৫৯, ২৮ অক্টোবর ২০২০

ধর্মীয় অনুভূতিতে আঘাত ॥ জবি শিক্ষার্থী সাসপেন্ড

জবি সংবাদদাতা ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, সামাজিক যোগযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ইসলাম ধর্মের মহানবী হয়রত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এর ধারা ১১(১০) মোতাবেক উপাচার্য-এর আদেশবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা লিখিতভাবে আগামী দশ কার্যদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশনা প্রদান করা হলো।
×