ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে রোগী শনাক্ত ও মৃত্যু প্রতিদিন ওঠানামা করছে

প্রকাশিত: ২২:৩৯, ২৮ অক্টোবর ২০২০

করোনায় দেশে রোগী শনাক্ত ও মৃত্যু প্রতিদিন ওঠানামা করছে

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনায় দৈনিক রোগী শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। একদিন বাড়লে পরদিন কমছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৩৩৫ জন। এ নিয়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৮৩৮ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১ হাজার ৫৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৫২৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৭টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৮৩ হাজার ৯৬৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ। মঙ্গলবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ছয়জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষষণে দেখা যায় ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুজন ও খুলনায় একজন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯৫ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ১৩৮ জন এবং এখন পর্যন্ত ৭৩ হাজার ৪১৮ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৫ হাজার ৫১৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৮৮২ জন। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ৭৭৪ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ১২ হাজার ১৪৭ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ৮৬৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ৭১৮ জন।
×