ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাফুফের তৃণমূল ট্রায়াল শুরু

প্রকাশিত: ২১:৪৩, ২৮ অক্টোবর ২০২০

বাফুফের তৃণমূল ট্রায়াল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত তৃণমূল ফুটবল কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে নীলফামারী, মাদারীপুর ও ফেনীতে শুরু হয়েছে। এই তিনটি ভেন্যুতে বয়সভিত্তিক গ্রুপের মধ্যে ছেলেদের চারটি ও মেয়েদের দুটি গ্রুপ নির্ধারণ করে বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বয়সভিত্তিক গ্রুপে ছেলে ও মেয়েদের বয়স আট বছর থেকে ১৮ বছর। প্রতি ব্যাচে ছেলেদের সর্বোচ্চ পঞ্চাশ ও মেয়েদের ত্রিশ জন করে খেলোয়াড় নিয়ে গঠন করা হবে। মাদারীপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মিস রহিমা খাতুন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহসভাপতি জামিল হোসেন মনির, নাজিমউদ্দিন বাবু ও সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস ক্যাম্প উদ্বোধন করেন। পরবর্তীতে বাফুফের প্রশিক্ষক আবুল হোসেন ও স্থানীয় প্রশিক্ষকদের নিয়ে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ট্রায়ালে ১৫৬ ছেলে ও ৪৮ জন মেয়ে অংশগ্রহণ করে। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল ক্যাম্প উদ্বোধন করেন। বাফুফের প্রশিক্ষক দীপক চন্দ্র নাথ ও স্থানীয় প্রশিক্ষকদের নিয়ে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে ২৭৫ ছেলে অংশগ্রহণ করে। নীলফামারী জেলার শেখ কামাল স্টেডিয়াম বাফুফে সদস্য ও নীলফামারী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ট্রায়াল উদ্বোধন করেন। বাফুফের প্রশিক্ষক রাশেদ আহমেদ পাপ্পু ও স্থানীয় প্রশিক্ষকদের নিয়ে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত ট্রায়ালে ৪২৮ ছেলে ও ৫৫ মেয়ে অংশগ্রহণ করে। তিন ভেন্যুতে চলমান কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে।
×