ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কিলের উন্নতি ঘটাতে প্রত্যয়ী আফিফ ও সুমন

এইচপি নিয়ে র‌্যাডফোর্ডের মিশন শুরু

প্রকাশিত: ২১:৪১, ২৮ অক্টোবর ২০২০

এইচপি নিয়ে র‌্যাডফোর্ডের মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সাইমন হেলমট বেশ ভালই কাজ করছিলেন। কিন্তু তিনি আর চুক্তির মেয়াদ বাড়াননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। তাই হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) প্রধান কোচের দায়িত্ব পান ব্রিটিশ কোচ টবি র‌্যাডফোর্ড। গত আগস্টের শেষে তিনি প্রধান কোচ হলেও কাজ শুরু করেছেন দুই মাস পর মঙ্গলবার থেকে। করোনা পরিস্থিতির কারণে দলগত অনুশীলন বিসিবি প্রেসিডেন্টস কাপের মাত্র কয়েকদিন আগে শুরু হয়। এরপর টুর্নামেন্ট শুরু হলে সেখানে খেলেছেন ক্রিকেটাররা। র‌্যাডফোর্ড নাজমুল একাদশের কোচ হিসেবে দেখেছেন তরুণদের। এবার পুরো ২৬ জন তরুণকে নিজের অধীনে পেয়ে গেছেন র‌্যাডফোর্ড। এইচপি জাতীয় দলে ঢোকার অন্যতম সিঁড়ি। প্রথমদিন র‌্যাডফোর্ডের সঙ্গে কাটিয়ে নতুন কোচ নিয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি২০ খেলা ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তিনি ছাড়াও প্রেসিডেন্টস কাপের চমক ২০ বছর বয়সী তরুণ ডানহাতি পেসার সুমন খান স্কিলের উন্নতি ঘটিয়ে খেলতে চান জাতীয় দলে। এইচপির ক্যাম্প প্রেসিডেন্টস কাপের কিছুদিন আগেই শুরু হয়েছিল। কিন্তু করোনা সতর্কতার জন্য র‌্যাডফোর্ড দায়িত্ব আগেভাগে নিতে পারেননি। পরবর্তীতে তারুণ্যনির্ভর নাজমুল একাদশের কোচ হিসেবে ছিলেন। অনেক ক্রিকেটারকেই এই আসরে দেখে নেয়ার সুযোগ পেয়েছেন তিনি। মঙ্গলবার পুরোদমে কাজ শুরু হয়েছে তার। ক্রিকেটারদের দীর্ঘ ক্লাসও নিয়েছেন তিনি। এরপর আফিফ বলেন, ‘এখানে ছোটখাটো ভুলত্রুটি ঠিক করে নেয়ার সময় থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যে টুর্নামেন্ট আসে বিপিএল, এনসিএল, প্রিমিয়ার লীগে সাহায্য করে। এখানে লম্বা সময়ের ক্যাম্পটা বড় একটা সুযগ যেন এখান থেকে শিখে সামনে কাজে লাগানো যায়।’ প্রেসিডেন্টস কাপে এক ম্যাচে ৫ উইকেট নিয়ে সবার নজর নিজের দিকে নিতে সক্ষম হয়েছে ২০ বছর বয়সী ডানহাতি পেসার সুমন। তিনি বলেন, ‘পারফর্ম করাতে সবাই হয়তো ভাবছে সামনে আরও ভাল করতে হবে, তাহলে সুযোগ আসবে। এ জন্য আমার নিজের ওপরও দায়িত্ব এসেছে যে এখন ভাল করেছি সামনে আরও ভাল করার চেষ্টা থাকবে। এই ধারাবাহিকতাটাই যেন ধরে রাখতে পারি সে চেষ্টায় আছি। মুশফিক ভাই, রিয়াদ ভাইদের সঙ্গে খেলা করে এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব। এইচপি একটা ভাল প্ল্যাটফর্ম, বিশেষ করে আমি এখানে এসেছি, আমার কোন বয়সভিত্তিক খেলা ছিল না। আল্লাহর অশেষ রহমত বিসিবি একটা সুযোগ করে দিয়েছে এখানে থেকে নিজেকে প্রস্তুত করার জন্য। নিজের স্কিলে উন্নতি, ফিটনেস উন্নতি করার জন্য। সেক্ষেত্রে বলব এইচপি একটা ভাল জায়গা নিজেকে প্রস্তুত করার অন্যতম মাধ্যম। আসলে জাতীয় দলে যাওয়ার আগে যদি এখান থেকে পারফর্মেন্স, মানসিকতা বা টেকটিক্যালি নিজেকে প্রস্তুত করা যায় সেক্ষেত্রে জাতীয় দলে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। আশা আছে শীর্ষ পর্যায়ে খেলার। ইনশাআল্লাহ একদিন খেলব।’
×