ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল

প্রকাশিত: ২১:৩৯, ২৮ অক্টোবর ২০২০

অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে ক্রিকেটারদের আরেকটি পরীক্ষা। ৫ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি২০ লীগ। করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ ৭ মাস পর ক্রিকেটাররা প্রথম কোন প্রতিযোগিতামূলক সিরিজ খেলার সুযোগ পান সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপে। এই আসরে আলোচিত দু’টি ব্যাপার ছিল- স্বীকৃত টপঅর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা এবং পেস বোলারদের দুর্দান্ত পারফর্মেন্স। দীর্ঘ সময় পর দুই সপ্তাহব্যাপী হওয়া এই ওয়ানডে সিরিজের জন্য ৩ দলের মোট ৪৫ ক্রিকেটার ছিলেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। হোটেল এবং মাঠ ছাড়া কোথাও যেতে পারেননি তারা। তাই টুর্নামেন্ট শেষে কোচ ও খেলোয়াড়রা পেয়েছেন ২ সপ্তাহের ছুটি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল যে কোন ক্রিকেটার চাইলে একক অনুশীলন করতে পারবেন। সাধারণত এই সুযোগ হাতছাড়া করেন না সবচেয়ে পরিশ্রমী ও দীর্ঘ সময় অনুশীলন চালিয়ে যাওয়া মুশফিকুর রহিম। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবার তাকে টেক্কা দিয়েছেন। মঙ্গলবারই অনুশীলনে ফিরেছেন প্রেসিডেন্টস কাপে তেমন সুবিধা করতে না পারা তামিম। মিরপুর একাডেমি মাঠের নেটে ব্যাটিং করেছেন তিনি। মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম বোলিং করেছেন। রবিবার শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এরপর ক্রিকেটার ও কোচদের ১৫ দিনের ছুটি দেয় বিসিবি। কারণ টানা জৈব সুরক্ষা বলয়ে থেকে হাঁপিয়ে উঠেছিলেন তারা। তাছাড়া গত ১৯ জুলাই থেকে ২/৩ দিনের বিরতি দিয়ে কয়েক ধাপে একটানা অনুশীলন চালিয়ে গেছেন ক্রিকেটাররা। তবে টি২০ লীগ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের পর শুরু হবে। ব্যর্থদের জন্য চ্যালেঞ্জ নিজেদের ফিরে পাওয়ার। ফাইনালে উঠতে ব্যর্থ তামিম একাদশের ক্রিকেটাররা ৫ দিন বিরতি পেয়ে গেছেন ইতোমধ্যে। তাই তামিম আর কালক্ষেপণ করেননি। মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ ব্যতীত জাতীয় দলের স্বীকৃত ও অভিজ্ঞ ব্যাটসম্যানরা ছিলেন এই আসরে পুরোপুরি ব্যর্থ। সেই কাতারে অন্যতম তামিম। মাঠের অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি মঙ্গলবার। বাঁহাতি এই ওপেনার এদিন বিসিবি একাডেমি মাঠের নেটে নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। প্রায় পৌনে ১ ঘণ্টা তিনি অনুশীলন করেছেন। তামিমকে বোলিং করেছেন মোহাম্মদ মিঠুন এবং তাইজুল ইসলাম। সেই সঙ্গে একজন থ্রোয়ারও ছিলেন তামিমের নেট অনুশীলনে। প্রেসিডেন্টস কাপের ৪ ম্যাচে মাত্র ১০১ রান করতে পেরেছেন তামিম। টুর্নামেন্টে বাঁহাতি এই ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৫৭ রানের। মাত্র ৬৬.৮৮ স্ট্রাইক রেট ছিল। তাই এবার আসন্ন টি২০ লীগের জন্য আগেভাগেই নিজেকে প্রস্তুত করার মিশন শুরু করেছেন তামিম।
×