ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর কাঠালবাগানে এক কিশোরকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১৮:৪২, ২৭ অক্টোবর ২০২০

রাজধানীর কাঠালবাগানে এক কিশোরকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাঠালবাগান এলাকায় আশিক রহমান (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার অভিযোগ করেন, তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাড়াইলচড়ে। সে তার আশিক তার বাবার কামাল হোসেন চটপতির দোকানে কাজ করতেন। মৃত আশিকের বড় ভাই মোঃ সাগর জানান, আশিক মাদকাশক্ত ছিল। সোমবার রাত ১০টার দিকে নাহিদ নামে একজনের মাধ্যমে ফোনে আশিককে ডেকে নেয় এলাকার মাদক ব্যবসায়ী ভলিউম ও রেজাউল। এরপর রাতে সে আর ফিরে আসেনি। পরেরদিন মঙ্গলবার সকালে খবর পেয়ে কাঠালবাগান হারুন অর রশিদের বাড়ি ও একটি নির্মাণাধীন ভবনের মাঝখানে আশিক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে সেখানে থেকে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। অবস্থা অবনতি হলে তাকে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাগর জানায়, হারুন অর রশিদের দুই ছেলে বলিয়ম ও রেজোয়ানদের সঙ্গেই ঘুরতো তার ভাই। তারাও মাদকাশক্ত। তারাই আশিককে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। এর আগেও আশিককে হত্যার হুমকি দিয়েছিল তারা। নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার আবুল হাসান জানান, ভোরে কাঁঠালবাগান বাজার এলাকার একটি পাঁচতলা বাড়ির ছাদ থেকে আশিক নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এডিসি আবুল হাসান জানান, এ ঘটনায় ওই বাড়ির মালিক ও মালিকের ছেলে রেজোয়ানকে আটক করা হয়েছে। তিনি জানান, নিহত যুবক আশিক মাদকসেবী ছিলেন। এর আগে তিনি মাদকের অভিযোগে গ্রেফতার হয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মৃত আশিকের থুতনিতে ও দুই পায়ে রক্তাক্ত জখমে চিহ্ন ছিল।
×