ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল বিস্ফোরনে ৭জন দগ্ধ

প্রকাশিত: ১৮:৩৯, ২৭ অক্টোবর ২০২০

রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল বিস্ফোরনে ৭জন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙারি দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন, দোকান মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারীর সাইদুর (৩৩), ফারুক (৩৭), আমির হোসেন (২৭), কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)। তাদেরকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁদ উদ্যান এলাকার আব্দুল আলিমের ভাঙারি দোকানে মেশিন দ্বারা মালামাল ভাঙার সময় একটি পরিত্যক্ত বোতল বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দোকানের ভিতরে থাকা মালিক আব্দুল ও তার দুই কর্মচারী সাইদুর ও ফারুক এবং দোকানে মাল নিতে আসা আমির হোসেন দগ্ধ হন। এ সময় পাশে দোহার ওয়ার্কশপে নামে একটি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানের কাইয়ুম , রাসেল ও সুরুজ নামে তিনজন দগ্ধ হন। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
×