ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

প্রকাশিত: ১৭:৪৭, ২৭ অক্টোবর ২০২০

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা-সদর উপজেলার বাংলা নয়াপাড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: সদর উপজেলার সতরশ্রী মহিলা মাদ্রসার শিক্ষক জসিম উদ্দিন (৪৫) ও বাংলা বাজারের মৃত চান্দু মিয়ার ছেলে ইজিবাইক চালক কমল মিয়া (৩৮)। জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে সদর উপজেলার বাংলা বাজার থেকে একটি ইজিবাইকে করে শিক্ষক জসিম উদ্দিনসহ চার যাত্রী নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন। নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা নয়াপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে ইজিবাইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জসিম উদ্দিন ও ইজিবাইক চালক কমল মিয়া ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তারা। আর ইজিবাইকের অপর তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় ট্রাকটিও পাশের একটি ধান ক্ষেতে উল্টে পড়ে। ট্রাকটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, ‘লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে পুলিশ আটক করতে অভিযান চালাচ্ছে।’
×