ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁর মান্দায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৭:২৩, ২৭ অক্টোবর ২০২০

নওগাঁর মান্দায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর মান্দা উপজেলার চকচম্পক ছোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবসায়ী আতাউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে এলাকার সচেতন জনসাধারণ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা শিক্ষক আতাউর রহমানের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আতাউর রহমানের বড় ভাই তোফাজ্জল হোসেন, চকচম্পক গ্রামের বাসিন্দা মোজাফফর হোসেন, আবেদ আলী, মহসিন রেজা, আব্দুল জলিল, কামারুজ্জামান প্রম্রুখ। জানা গেছে, গত ২১ অক্টোবর বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে উপজেলার পাঁজরভাঙ্গা বাজার এলাকায় আতাউর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই আতাউর রহমানের বড় ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাওয়ার উদ্দেশে গত ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হন চকচম্পক ছোট গ্রামের বাসিন্দা ও চকম্পক ছোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। মোটরসাইকেল যোগে উপজেলা সদরে যাওয়ার পথে উপজেলার এলেঙ্গা গ্রামের বাসিন্দা রেজাউল হক মৃধার নেতৃত্বে তার ভাই দেলোয়ার হোসেন মৃধা, মোজাম্মেল হক ও রফিকুল ইসলাম, একই গ্রামের বাসিন্দা আয়নাল হক ও সবুজ হোসেন পূর্ব শত্রুতার জেরে পাঁজরভাঙ্গা বাজার এলাকায় আতাউর রহমানের পথ রোধ করে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এ সময় আতাউর রহমানের পকেটে থাকা ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। আতাউর রহমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। পরে আতাউর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই আতাউর রহমানের বড় ভাই তোফাজ্জন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার বাদী তোফাজ্জল হোসেন, ‘আমার ভাই শিক্ষকতার পাশাপাশি পাঁজরভাঙ্গা বাজারে ধান কেনাবেচা করে আসছেন। এলেঙ্গা গ্রামের রেজাউল হক মৃধাও পাঁজরভাঙ্গা বাজারে ধানের আড়ত রয়েছে। ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে তাঁদের দুজনের মধ্যে একটা বিরোধ চলে আসছে। আমাদের ধারণা ব্যবসায়িক শত্রুতার জেরেই রেজাউল হক আমার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। হামলার পর প্রায় এক সপ্তাহ হতে চললেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা খুবই উদ্বেগজনক। এখনও তাঁরা নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।’ এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আমি গতরাতে সবেমাত্র জয়েন্ট করেছি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×