ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার আসামির কারাদণ্ড

প্রকাশিত: ১৪:০৭, ২৭ অক্টোবর ২০২০

খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় মাদক মামলায় সম্রাট (২৬) নামে এক আসামিকে মাত্র তিন কার্যদিবসে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. আতিকুস সামাদ এ রায় ঘোষণা করেন। আসামি সম্রাট নগরীর মোক্তার হোসেন সড়কের মোঃ জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বাজার মেইন রোডের একটি ফার্মেসির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে চলতি বছরের ১জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ২১ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার মাত্র তিন কার্যদিবসে এই রায় ঘোষণা করা হয়।
×