ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরফান সেলিম কারাগারে ॥ কাউন্সিলর পদ থেকে সাসপেন্ড হতে পারেন

প্রকাশিত: ০১:০৭, ২৭ অক্টোবর ২০২০

ইরফান সেলিম কারাগারে ॥ কাউন্সিলর পদ থেকে সাসপেন্ড হতে পারেন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোঃ জাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেয়া হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। মদপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দুটি অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোঃ জাহিদকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মামুন। তিনি জানান, কারাগারে আনার পর পরই ইরফানসহ দেহরক্ষীকে দেহ তল্লাশির পর নিয়ম অনুযায়ী কারাগারে করোনাভাইরাস সতর্কতার জন্য ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
×